দেশের শেয়ার বাজারে প্রথম ৩ ঘন্টায় লেনদেন হয়েছে ১৯০ কোটি টাকা।বেলা দেড়টায় এ পর্যবেক্ষন লেখার সময় ডিএসই ইনডেক্স মাত্র ৩ পয়েন্ট বৃদ্বি পেয়ে ডজি ক্যান্ডেলে অবস্তান করছে। ডজি দিয়ে সিদ্বান্তহীন সিগন্যাল বোঝায়।অর্থ্যাৎ ইনডেক্স কোনদিকে যাবে সেই সিদ্বান্ত নিতে পারছে না।
এরকম সিগন্যালে বাই দেয়ার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়।আগামি কার্যদিবসে সিলেক্টেড আইটেম এবং মার্কেট বাড়ার নিশ্চয়তার সিগন্যাল পেলেই বাই দেয়া নিরাপদ।