বাজার আজকেও বড় পতন হল।বাজারের মুভমেন্ট যারা বোঝে তাদের জন্য ডাউন মার্কেটও আনন্দদায়ক।যারা বোঝে না তাদের কাছে আপ মার্কেটও ভাল লাগবে না।এটা ২০০৯-২০১০ সালের শেয়ার বাজার না যে চোখ বোঝে যা বাই দিবে তাতেই লাভ হবে।মার্কেটের বর্তমান আচরনে দক্ষ ট্রেডাররা যেখানে প্রফিট করতে হিমশিম খাচ্ছে সেখানে যারা মার্কেটের অ,আ,ক,খ বোঝে না তাদের পোর্টপোলিওর কি অবস্থা সেটা বলার অপেক্ষা রাখে না।আমার বিশ্বাস যারা শুধুমাত্র শেয়ার বাজারের উপর নির্ভরশীল তারা শর্ট টাইমে মাসিক খরচ উঠাতে গিয়ে ৬-৭ মাস ধরে কোনো প্রফিট পাচ্ছে না বরং পুজি ভেঙ্গে খাচ্ছে।আমি ভিষন ব্যস্ত থাকায় নিয়মিত বাজার পর্যালোচনা করতে পারতেছি না।আপনাদের অনেকেই বাজার নিয়ে কিছু লিখার জন্য বার বার ইমেইল করে অনুরুধ করছেন তাই হাজিরা দিতে আসছি। বাজার কেমন যাচ্ছে এবং কেমন যাবে তা গতকালই আমি বলে দিয়েছি তাই নতুন করে বলার কিছু নেই।বাজারে আপনি আমি থাকলেও যেভাবে আছে সেভাবেই চলবে আপনি আমি চলে গেলেও ওইভাবেই চলবে।
বাজারের এই কন্ডিশনের সাথে তাল মিলিয়ে ব্যবসা করতে পারলে ভাল অন্যতায় আপনাকে এই পরিস্থিতি থেকে উত্তরনের কোনো পথ দেখছি না।যারা বাজার বোঝে না তাদের জন্য আমি এটুকু করতে পারি অর্থ্যাত টেকনিক্যাল এনালাইসিস সহ শেয়ার বাজার সম্পর্কে ধারনা দিতে পারি এবং নিঃস্বার্থভাবে পোষ্টের মাধ্যমে প্রতিদিন দিয়েও আসছি।তারপরও যদি কিছু না বোঝেন সে জন্য টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি।ভিডিও দেখেও যদি না বোঝে তাহলে পার্সোনাল সার্ভিসের মাধ্যমে আমাদের এনালাইসিস আইটেম দিচ্ছি।পাঠকদের জন্য আমার আর কি করনীয় সেটা আমার জানা নেই পাঠকই ভাল জানেন।আমার গত দিনের বাজার পর্যালোচনায় যে আভাস ছিল বাজারের আচরনে আজ সেটাই প্রমানিত।অতএব বাজার বোঝলে পতনে পেনিক নয় আনন্দিতই হই। stockkamrul@gmail.com