ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি সমূহের সিম্পল মুভিং এভারেজ বিশ্লেষণ করে দেখা যায় যে, উল্লেখিত কোম্পানি সমূহের ১০ দিনের সিম্পল মুভিং এভারেজ ইনডিকেটর ৩০ দিনের এক্সপনেনশিয়াল মুভিং এভারেজকে ক্রস করে উপরে উঠেছে। যা আপট্রেন্ডে অবস্থান করছে বলে সংকেত প্রদান করে থাকে।

