গত সপ্তাহ জুড়ে ইনডেক্সে ছিল মিশ্র প্রবনতা।সপ্তাহের প্রতিটা দিনই ইনডেক্স সিদ্বান্তহীনতায় অস্থির ছিল।গত সপ্তাহের ৫ কার্যদিবসের ৩ দিনই ডিএসই ইনডেক্স ডজি ক্যান্ডেলের উপর ছিল।টেকনিক্যাল এনালাইসে ওপেন ইনডেক্স ও ক্লোজ ইনডেক্সের মান যদি একই হয় তাহলে সেই ক্যান্ডেলকে ডজি ক্যান্ডেল বলা হয়।ডজি ক্যান্ডেলের কোনো রিয়েল বডি থাকে না।তাই ক্যান্ডেলটি দেখতে ঠিক প্লাস (+) এর মত।ডজি ক্যান্ডেল সাধারনতঃ সিদ্বান্তহীনতার সংকেত দেয়।ডজি ক্যান্ডেল থেকেই ধীরে ধীরে মার্কেট বুল্লিশ ক্যান্ডেল তৈরী করে আপট্রেন্ড অথবা বেয়ারিশ ক্যান্ডেল তৈরী করে ডাউন ট্রেন্ডে যায়।গত সপ্তাহের শেষ কার্যদিবসে ইনডেক্স একটি দুর্বল বুল্লিশ ক্যান্ডেল তৈরী করে।টেকনিক্যাল এনালাইসে দুর্বল বুল্লিশ হচ্ছে ইনডেক্স যদি ওপেনিং পয়েন্ট থেকে একপর্যায়ে অনেক উপরে উঠে কিন্তু দিন শেষে ওপেনিং পয়েন্টের কাছাকাছি ক্লোজ হয় তাহলে সেই ক্যান্ডেলকে দুর্বল বুল্লিশ ক্যান্ডেল বলা হয়।দুর্বল ক্যান্ডেলও ডজি ক্যান্ডেলের মত অস্থিরতার আভাস দেয়।সপ্তাহের শেষ কার্যদিবসের বাজার বিশ্লেষনে দেখা যায় মার্কেট ওপেন হয় ৪৫৮০.৭৯ সর্বোচ্চ উঠে ৪৫৯৪.১৮ সর্বনিন্ম নামে ৪৫৭৯.১২ এবং দিনশেষে ক্লোজ হয় ৪৫৮৭.৬৬ পয়েন্টে।লেনদেন হয়েছিল ৪৪০ কোটি টাকা।আর এসআই মান ছিল ৪৭.৮৩ বুলিঙ্গার ছিল (৪৫৪৩-৪৬২০) এমএ সি ডি -১০.৫। সুতরাং আগামিকালের মার্কেট ট্রেন্ডের উপরে নির্ভর করবে সিদ্বান্তহীনতা শেষে মার্কেট কোনদিকে ট্রেন্ড তৈরী করে।