কম্পিউটার কখনও ভুল করে না।কম্পিউটার চালক যে নির্দেশ দেয় কম্পিউটার সেই নির্দেশের রেজাল্ট প্রদর্শন করে থাকে।চালক যদি ভুল নির্দেশ করে কম্পিউটার ভুল নির্দেশের রেজাল্টই দিবে।সেই ভুল রেজাল্টের জন্য কম্পিউটার নয় মানুষই দায়ী।অতএব,মানুষই ভুল করে কম্পিউটার নয়।দক্ষ টেকনিক্যাল এনালিষ্ট ছাড়া আপনি যে আইটেম যার কাছ থেকেই নেন না কেন আপনি প্রতারিত হবেনই।কারন মানুষ ভুল করতে পারে এবং সে ভুল করবেই কিন্তু চার্ট কখনও ভুল করে না।অতএব শেয়ার বাজারে চার্টে যারা দক্ষ তারা সাপোর্ট রেজিষ্টেন্স দেখে ট্রেড করে।তাই দক্ষ টেকনিক্যাল এনালিষ্টরা এত সহজে ভুল ট্রেড করে না।যেমন আমরা আজ সকালে আইটিসি ৫৬.৭-৫৭.২ লেভেলে সেল দিয়েছি।কারন চার্টে দেখা গেছে রেজিষ্টেন্স লেভেল ৫৬.৫।তাই আমরা ঝুকি না নিয়ে সেল দিয়ে পর্যবেক্ষনে আছি।কারন আজ রেজিষ্টেন্সের উপরে যদি ক্লোজ হয় তাহলে আরো বাড়তে পারে কিন্তু বিকালে রেজিষ্টেন্সের নিচে ক্লোজ হলে পরদিন থেকে লাল বাতি জ্বলে আবার সেই সাপোর্ট লেভেলে চলে আসতে পারে।অন্যদিকে আমান ফিডের চার্টে আশে পাশে কোনো রেজিষ্টেন্স নেই।যে রেট থেকে কারেকশন হবে পরবর্তীতে সেই রেট হবে রেজিষ্টেন্স।তাই হোল্ড করে অপেক্ষা করছি কারন রেজিষ্টেন্স না থাকলেও আর এসআই আছে ৭৬ এ।এখনও আরএসআই ৮৫-৯০ এ যায়নি।অতএব আরো কিছু পাওয়ার আশা করা যেতে পারে।শেয়ার বাজারে সাপোর্ট এবং রেজিষ্টেন্স বাই সেল সিগন্যালের সব চাইতে বড় হাতিয়ার।
অনেকেই এই সাপোর্ট রেজিষ্টেন্স না বোঝার কারনে বাই সেল উভয়টাতেই লোকসান গুনছে।