শেয়ার বাজারের ডিএসই ব্রড ইনডেক্সটি বেয়ারিশ ক্যান্ডেল তৈরী করে সপ্তাহ শেষ করল।বেয়ারিশ ক্যান্ডেল বলতে ডাউনট্রেন্ডকে বোঝায়।সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চার্ট বিশ্লেষন করলে দেহা যায় যে, বাজার ওপেন হয় ৪৩১৮.৪৫ পয়েন্টে সর্বোচ্চ ইনডেক্সও এই ৪৩১৮.৪৫ পএন্ট সরব নিন্ম ৪২৯৪.১৭ নামে পয়েন্টে এবং দিনশেষে ক্লোজ হয় ৪২৯৮.৬৫ পয়েন্টে।গত সপ্তাহের শেষ কার্যদিবসে বেয়ারিশ ক্যান্ডেল তৈরী হওয়ায় আগামি কাল সপ্তাহের প্রথম দিন ইনডেক্সের আচরনে কিছুটা অস্থিরতা দেখা যেতে পারে।বিগতদিনের দীর্ঘ পতনে কিছুটা আস্থার সংকট দেখা দিয়েছে।ফলে ভাল মার্কেটেও একদিন কারেকশনে গেলেই আস্থাহীনতা দেখা যায়।এই আস্থাহীনতা থেকেই বাজার বার বার পতনে যায়।বাজারের পরবর্তী সাপোর্ট ৪১৮০ এবং রেজিষ্টেন্স ৪৩৫০ লেভেলে দেখা যাচ্ছে।সামনের
বাজেটকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা একদিকে যেমন আশাবাদী তেমনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিদেশীদের নেতিবাচক বক্তব্যে উদ্বিগ্ন।সব মিলিয়ে আমার ব্যক্তিগত এনালাইসিসে বাজার সেন্টিমেন্টাল ও টেকনিক্যালী ডাউনট্রেন্ড নির্দেশ করছে।এই মুহুর্তে সোকারের তরফ থেকে সেন্টিমেন্টাল সাপোর্ট দিয়ে বাজারে আস্থা ফেরানো জরুরী।আস্থাহীনতার কারনেই বাজারে তারল্য বাড়ছে না ফলে লেনদেন দিন দিন কমতেই আছে।বাজারে চাহিদা মোতাবেক লেনদেন না হলে আটেম উঠানামায় গতি থাকে না। sktips2016@gmail.com