আজ মঙলবার দেশের শেয়ার বাজার দর পতন দিয়ে শুরু হয়ে বর্তমানেও দর পতন অব্যাহত রয়েছে।সাড়ে ১০ টায় মার্কেট শুরু হওয়ার পর থেকেই ব্যাপক বিক্রয় চাপ লক্ষ্য করা গেছে।বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বিক্রয় চাপও বাড়ছে।এক পর্যায়ে বেলা১১.১৫ টায় ইনডেক্সের শক্তিশালী সাপোর্ট লেভেল ৪৩০৩ ভেঙ্গে ৪৩০০ এর নীচে নেমে আসে।ইনডেক্সের পরবর্তী সাপোর্ট ৩৯৫৫ পয়েন্টে।গত সপ্তাহে দেয়া আমাদের এনালাইসিস স্পেশাল আইটেম গুলোতে আজ ১০% প্রফিট আছে।স্পেশাল পাঠক বন্দ্বুরা ইচ্ছা করলে প্রফিট তুলে নিতে পারেন।