মার্কেট যতই ডাউন হোক প্রতি বছরই দু চারটা আইটেম ডাবল রিডাবল হয়, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে কিন্তু সাধারন বিনিয়োগকারীদের হাতে ওই আইটেম গুলো থাকলেও ধরে রাখতে পারে না ভবিষতে পারবেও না।কারন তারা ফান্ডামেন্টাল এনালাইসিসও বোঝে না।শুধু ইপিএস,পি ই,ন্যাভ ভাল হলেই ফান্ডামেন্টাল হয় না।কারন যত ফান্ডামেন্টাল শেয়ারই হোক ইপিএসের ধারাবাহিকতা ধরে রাখতে না পারলে কিংবা প্রতিবছর ষ্টক বোনাস দিলে শেয়ারটির যোগান বেড়ে গিয়ে চাহিদা কমে যাবে ফলে ওই ফান্ডামেন্টাল শেয়ারটি সারা বছরই ধাপে ধাপে দর কমতে থাকবে অপরদিকে একটি ঝুকিপূর্ন শেয়ারের ইপিএস যদি প্রতি কোয়ার্টারে বাড়তে থাকে এবং ক্যাশ বোনাস প্রতি বছরি বাড়তে থাকে তাহলে একসময় শেয়ারটি ফান্ডামেন্টাল হয়ে যায় ধাপে ধাপে দরও ডাবল রিডাবল হয়ে যায়।আইটেমের চাহিদা যোগান এবং উৎপাদনের অগ্রগতি দেখে ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হয়।বর্তমানে ফান্ডামেন্টাল নয় কিন্তু ভবিষ্যতে ফান্ডামেন্টাল হবে এমন আইটেমই ডাবল রিডাবল হয়।যেমন আমার দৃষ্টিতে হাতে গোনা কয়েকটি আইটেম আছে যা আগামি বছর এই দিনে ডাবল হওয়ার ৯০% সম্ভাবনা রয়েছে।কিন্তু সাধারন বিনিয়োগকারীরা একটি বছর ধৈর্য্য ধরে এক আইটেম হোল্ড করে থাকতে পারবে না।আবার সারা বছর বিভিন্ন আইটেমে দৌড়াদৌড়ি করেও বছরে ৩০% লাভ করতে পারবে না।কারন দীর্ঘ মেয়াদী বিনিয়োগের ক্ষেেত্র ফান্ডা মেন্টাল এবং ডে ট্রেডিংয়ের ক্ষেেত্র টেকনিক্যাল এনালাইসিস জানতে হবে।সাধারন বিনিয়োগকারীরা কোনোটাই জানে না তাই এক সময়ে তার হাতে থাকা আইটেমটি ডাবল হলেও সে ডাবলের সুফল পায় না।যেকোনো প্রয়োজনে ইমেইলে যোগাযোগ করতে পারেন। stockkamrul@gmail.com