মানুষ যা কিছু করে তার লাভের জন্যই করে।যেদিকে লাভ বেশী সেদিকেই মানুষ ছুটে বেশী।লাভের জন্য মানুষ পাগল।শেয়ার বাজারে বিনিয়োগ করলেই যদি লাভ হত,শেয়ার বাজারে লাভ করা যদি এত সহজই হত তাহলে বিনিয়োগকারীর সংখ্যা দিন দিন কমত না বরং বাড়তেই থাকত।আজ শেয়ার বাজার ছেড়ে অনেকেই চলে গেছেন।কেন গেলেন? তারা দেখছেন যে শেয়ার বাজারে প্রফিট করা এত সহজ নয়।এখানে প্রফিট করতে হলে বাজার সম্পর্কে প্রচুর জ্ঞান থাকতে হয়, যা অধ্যবসায় ছাড়া সম্ভব নয়, তাই সময় এবং পুজি থাকতেই বাজারকে বিদায় জানাতে হয়। অনলাইন টেকনিক্যাল এনালাইসিস কোর্স, টিউটোরিয়াল ভিডিও এবং টিউটোরিয়াল ফ্রি ওপেন পোষ্ট সহ আমার পক্ষ থেকে সব গুলো পদক্ষেপই বিনিয়োগকারীদের দক্ষ করে লোকসান এড়িয়ে শেয়ার বাজারে গেইনার করার উদ্দেশ্য নিয়েই আমার এই আয়োজন।বর্তমান বাজারে ৮০%-৯০% বিনিয়োগকারী বাজার বোঝে না এবং বোঝার চেষ্টাও করে না।দিনরাত ২৪ ঘন্টা তারা শুধু গেম্বলিং নিউজের খোজে দৌঁড়ায়।এই নিউজের পেছনে দৌঁড়ে কি পায় তা আমি জানি না।তবে এ টুকু অনুভব করতে পারি যে, যারা নিউজের উপর নির্ভর করে ট্রেড করছে তাদের পোর্টপোলিওতে লোকসান ছাড়া লাভ হচ্ছে না।কারন কোনো আইটেম গেম হওয়ার আগে নিউজ পাবলিশ হয় না।গেমের পরেই আরো অনেক দূর যাবে বলে গুজব দিয়ে নিউজের খোজে থাকা পাবলিককে খাওয়ানো হয়।শিক্ষার কোনো শেষ নেই মাইর খাওয়ার কোনো বয়স নেই।শেয়ার বাজারে ট্রেডিং বয়স আপনার যতই হোক না কেন! যদি আপনি এনালাইসিস না জানেন তাহলে মাইর অবধারিত।অতএব এখনও সময় আছে মার্কেট সম্পর্কে জানার এবং বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন প্রতিটা আইটেম আপনি যেভাবে চাইবেন সেভাবেই আচরন করবে।যদি বাজার সম্পর্কে এনালাইসিস না শিখেন,শেখার চেষ্টাও না করেন এই বাজার আপনার জন্য না।কারন শেয়ার বাজারে প্রফিট করা যদি এত সহজই হত তাহলে ১৬ কোটি জনসংখ্যার দেশের শেয়ার বাজারে অন্তত ১ কোটি শেয়ার ব্যবসায়ী থাকত।শেয়ার ব্যবসা যদি এতই সহজ হত তাহলে চার্ট এনালাইসিসের মত এত কঠিন বিষয় যুক্ত থাকত না।যা অধ্যবসায় ছাড়া প্রফিট সম্ভব নয়।শেয়ার বাজারে আপনার প্রতি পদে পদে লস হচ্ছে? কোনো ভাবেই লাভ হচ্ছে না? এটা বাজারের দোষ নয় আপনার ট্রেডিংয়ের ভুল।কারন বাজার খারাপ হলেও কোনো না কোনো আইটেম গেম হচ্ছেই যা আপনি ধরতে পারতেছেন না।যাই হোক তার পরেও যদি আপনার মনে বাজার সম্পর্কে শেখার চেতনা না জাগে তাহলে আমাদের পার্সোন্যাল বিভাগের এনালাইসিস আইটেম নিতে পারেন।তবুও নিউজ থেকে দূরে থাকুন নিজের পোর্টপোলিও রক্ষা করুন।কারন নিউজ মিথ্যা হতে পারে কিন্তু আমাদের এনালাইসিস মিথ্যা নয়।আমাদের পার্সোন্যাল সার্ভিস বিভাগে জয়েন করতে যোগাযোগ করতে পারেন। ইমেইলঃ- stockkamrul@gmail.com