শেয়ার বাজারের ডিএসই ব্রড ইনডেক্সটি আজ শক্তিশালী রেজিষ্টেন্স লেভেল ৪৪৫০ ছুয়ে নীচে নেমে আসল।চার্ট বিশ্লেষনে দেখা যায় ৪৪৫০ পয়েন্ট একটি শক্তিশালী রেজিষ্টেন্স লেভেল।এই রেজিষ্টেন্স লেভেলকে অতিক্রম করতে পারলে মার্কেট আরো ৩০০ পয়েন্ট বাড়ার সুযোগ রয়েছে পাশাপাশি আগের চেয়ে অনেক গতিশীল হতে পারে।সকালে মার্কেট ওপেন হওয়ার কিছুক্ষনের মধ্যেই ইনডেক্স ৪৪৫০ লেভেল টাচ করে।তবে অতিরিক্ত সেল প্রেসারের কারনে রেজিষ্টেন্স ভাঙ্গতে পারেনি বরং দিনশেষে আগের দিনের চেয়ে 3.78 পয়েন্ট হারিয়ে ইনডেক্সের দূর্বলতার প্রকাশ ঘটে।এদিকে লেনদেনের ধারাবাহিক গতিশীলতা যেহেতু রয়েছে সেহেতু এখনই ভয়ের কিছু নেই।এই সামান্য পতন ছোটখাট কারেকশনেরই আভাস দেয়।তবে এই ৪৪৫০ এর রেজিষ্টেন্স লেভেল ক্রস না করা পর্যন্ত নিউ এন্ট্রি না দিয়ে পর্যবেক্ষনে থাকাই ভাল।পরবর্তীতে মার্কেট কোন দিকে যাবে সেটা আজকের ডজি ক্যান্ডেল দেখে বোঝার উপায় নেই।তাই মার্কেট কোন দিকে যাবে সেটা নির্ভর করবে আগামিকালের ইনডেক্স এবং টার্নওভারের উপর।সেই পর্যন্ত সবাইকে সতর্কতার সাথে লেনদেন করতে হবে।
Email : sktips2016@gmail.com