গতকালের আর্টিকেলে দেয়া টেকনিক্যাল এনালাইসিস এনালাসিস অনুযায়ী আমাদের পূর্বাবাস শতভাগ সঠিক হয়েছে।বাজার যখন যেদিকে যায় পূর্বাবাস দিয়েই যায়।চার্টের সেই পূর্বাবাস এনালাইসিস করাই আমাদের কাজ।এ পর্যন্ত বাজার যতবারই ঊর্ধমুখী বা নিন্মমুখী হয়েছে ততবারই চার্ট বিশ্লেষন করে আমরা অগ্রিম আভাস দিয়েছি।এরই ধারাবাহিকতায় গতকালও একটা পোষ্ট দিয়ে আজকের বাজার সম্পর্কে আভাস দিয়েছিলাম।অবসেষে সেই আভাসই আজকের বাজারে চিত্রায়ীত হল।দুঃখ জনক হলেও সত্য যে, বাজারের যে অবস্থা তাতে সাধারন বিনিয়োগকারীদের একজনের গলায় আরেকজন জড়িয়ে ধরে কাঁদা ছাড়া আর কোনো পথ খোলা আছে বলে আমার জানা নেই।ডে ট্রেডিংয়ের মাধ্যমে দৈনন্দিন ইনকামের পরিবেশ যেমন বর্তমান বাজারে নেই তেমনি দীর্ঘ মেয়াদী বিনিয়োগ করার মতও বাজারে আস্থা তৈরী হয়নি।বাজারে ৩০০+ আইটেমে লেনদেন মাত্র ২৫৮ কোটি টাকা!! এতেই বোঝা যায় যে, যারা সেল দিয়ে পোর্টপোলিও ক্যাশ করে বসে আছে তারা বাই ব্যাক করার সাহস পাচ্ছে না।যারা আটকা আছে শেয়ার বাজার ক্রমেই তাদের রক্ত চুষে খাচ্ছে।আজকের বাজার শুরু থেকে একটা মুহুর্তেও ঊর্ধমুখী হয়নি।ডিএসই ব্রড ইনডেক্সটি সারাদিন নিন্মমুখী অবস্থান করে দিন শেষে 23.17 পয়েন্ট হারিয়ে ক্লোজ হয়েছে 4275.48 পয়েন্টে।বাজারের পরবর্তী সাপোর্ট 4180 পয়েন্টে।
Email : stockkamrul@gmail.com