মার্কেট যত টুকুই টিকে আছে একমাত্র কর্তা ব্যক্তিদের পজিটিভ কথার ফুলজুড়ির কারনে টিকে আছে।আজ ইনডেক্স ৪ পয়েন্ট বাড়লেও দর বেড়েছে মাত্র ১৩০ টি কমেছে ১৬০ টি অপরিবর্তীত আছে ২৮ টি কোম্পানীর দর।আগামিকাল ডিএসইর সংবাদ সম্মেলনের খবর সহ বেশ কয়েকটি খবরের কারনে পতন থেকে রক্ষা পেয়েছে।ইনডেক্স আজ ডজি ক্যান্ডেলে অবস্থান করছে।অর্থ্যাৎ ইনডেক্স কোনদিকে যাবে সেই সিদ্বান্তহীনতায় আছে।গত মাসের পুরোটাই ছিল ইনডেক্সের লুকুচুরি খেলা।আইটেম গুলোর উঠানামায়ও কোনো গতিশীলতা নেই।অর্থ্যাৎ আজ যে আইটেমটির দর বাড়ে পর দিনই সেই আইটেমটির দর হারায়।ফলে বাই দিয়ে ম্যাচুরেট ডেটেই লসে পড়তে হচ্ছে।বিনিয়োগকারীদের মনে ভীতি আর সেই ভীতি থেকে অধিক সচেতনতার কারনেই কোনো আইটেম গতিশীল হতে পারছে না।অধিক সচেতনতার ফলে কোনো আইটেমের দর একটু বাড়লেই বিক্রেতা সেল দিয়ে দিচ্ছেন আবার বাড়তি দর দিয়ে ক্রেতাও কিনতে চাচ্ছেন না।ফলে মার্কেটের ইনডেক্স এবং আইটেম গুলোতে কোনো গতিশীলতা নেই।