বিশ্ব শেয়ার বাজারের পতনে ইতিবাচক প্রভাব পড়েছে গোল্ডে

0
(0)

শুক্রবার এশিয়ার বাজারে Gold এর মূল্য বৃদ্ধি পেয়েছে যেহেতু বিশ্বব্যাপী শেয়ার বাজারে ব্যাপক পতন ঘটেছে। পূর্বাঞ্চলীয় সময় রাত ১টা বাজে এপ্রিল ডেলিভারির জন্য Gold Futures এর মূল্য 0.7% বৃদ্ধি পেয়ে প্রতি ট্রয় আউন্সে $1680 করে লেনদেন করেছে।

ইউরোপ, ব্রিটেন এবং উত্তর আমেরিকাতে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মার্কেট আবার ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২০১৬ এর পরে সবচেয়ে বড় সাপ্তাহিক মূল্যবৃদ্ধি পেয়েছে স্বর্ণের। এখন পর্যন্ত করোনা ভাইরাসে সর্বমোট 96500 জন আক্রান্ত হয়েছে এবং এতে মারা গেছে 3300 জন। এছাড়াও মার্কিন ফেডারেল রিজার্ভের আকস্মিক সুদের হার কর্তনের ইতিবাচক প্রভাব পড়েছে স্বর্ণের মূল্যের উপর, যেহেতু কম সুদের হার সুযোগ খরচ হ্রাস করে এবং নন-ইয়েল্ডিং Gold এর মূল্যবৃদ্ধি করে।

Rate This

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!