শেয়ার বাজারের টানা পতনের পর টেকনিক্যাল ইন্ডিকেটরের যখন কোনো সাপোর্ট পাচ্ছিল না তখন কর্তৃপক্ষের সেন্টিমেন্টাল সাপোর্টের দরকার ছিল বলে আমার প্রিভিওয়াস পোষ্টে আপনাদেরকে জানিয়েছিলাম।ডিএসই জরুরী বৈঠক ডেকে বাজার নিয়ে ২/১ টি কথা বলার পর বাজার সেন্টিমেন্টাল সাপোর্ট পেয়ে ঠিকই বাজার ঊর্ধমুখী হল।গত ২৮ তারিখে আমার পোষ্টে যেই ঊর্ধমুখীতার আভাস দিয়েছিলাম সেই ঊর্ধমুখীতা আজও অব্যাহত আছে।
আমার আরেকটি পোষ্টে বলছিলাম যে, ডাউন মার্কেটে সব আইটেমের দর গনহারে কমলেও আপ মার্কেটে সব আইটেমের দর রিকভার হয় না।তাই মার্কেট আপট্রেন্ডে যাওয়ার সাথে সাথে ডাউনট্রেন্ড আইটেম থেকে কনভার্ট করে আপট্রেন্ড আইটেমে ঢুকতে হয়।আশা করি গত কয়দিনের টানা উত্তানে আমার পোষ্ট গুলোর যথার্থ প্রমান পেয়েছেন।গত কয়দিনের টানা উত্তানে ইনডেক্স ১৩০ পয়েন্ট বাড়ে আবার কারেকশনের সময় হয়ে গেছে।কিন্তু ১৩০ পয়েন্ট বাড়ার পর কি আপনার আইটেমের হারানো দর ফিরে পেয়েছেন? পান নাই ! পাবেনও না। কারন সেন্টিমেন্টাল নিউজের সাপোর্টে সাইড লাইনে থাকা হুজুগে বিনিয়োগকারীরা বাই ব্যাক করে।বড় বিনিয়োগকারী বা প্রাতিষ্টানিক বিনিয়োগকারীরা নয়।প্রাতিষ্টানিক বিনিয়োগকারীরা তখনই সাপোর্ট দেয় যখন ইনডেক্স বটম লাইনে এসে টেকনিক্যাল ইন্ডিকেটর গুলো বাই সিগন্যাল দেয়।ইনডেক্সের টেকনিক্যাল চার্টে মার্কেট ঊর্ধমুখীতার আভাস না দিলে প্রাতিষ্টানিক বিনিয়োগকারীরা বাই ব্যাক করেন না।তারা বাই ব্যাক না করলে হুজুগে বাইয়ে ইনডেক্স বাড়লেও আইটেমের দর তেমন বাড়বে না।আমি ভিষন ব্যস্ত তাই নিয়মিত পোষ্ট না দিতে পারায় আপনারা আমাকে মিস করছেন।দুর্ভাগ্যজনক হলেও সত্য যে,আমি ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই অনলাইনে থাকি কিন্তু তারপরও এই সাইটে একটা পোষ্ট দেয়ার সময় পাই না।এখানে একটা পোষ্ট করতে আমার যে সময় টুকু ব্যয় হয় অনলাইনের অন্য প্লাটফর্মে সেই সময়টুকু ব্যয় করলে আমার ভাল আর্ন হয়।তারপরও নিঃস্বার্থ ভাবে জনস্বার্থে পোষ্ট দিয়ে সাধারন বিনিয়োগকারীদের কিছুটা হলেও উপকার করার চেষ্টা করছি।অবশেষে বলব ইনডেক্সের উত্তান দেখে পতনের কথা ভুলে যাবেন না।ইনডেক্সের রেজিষ্টেন্স লেভেল ৪৫৯০ । ইনডেক্স সাপোর্ট লেভেলে না এসে সেন্টিমেন্টাল নিউজে মাঝ পথ থেকে ঘুরেছে তাই রেজিষ্টেন্সে না গিয়ে মাঝ পথ থেকেই পতন শুরু হবে।অতএব সতর্ক থাকবেন।কারন ইনডেক্স যেভাবে উঠবে সেভাবেই পড়বে।