শারিরীক ভাবে অসুস্থ তাই আজ বাজার নিয়ে কিছু লিখার ইচ্ছা ছিল না কিন্তু ফেসবুকে কিছু এডমিনদের ভ্রান্ত পূর্বাবাস দেখে না লিখে পারলাম না।যাই হোক,ব্রেক্সিট নিয়ে শেয়ার বাজার সংক্রান্ত গ্রুপে আমার আগে কেউ পোষ্ট করেনি। ফেসবুকে আমাদের গ্রুপে জয়েন করতে এই লিংকে ক্লিক করুন।
এখন শেয়ার বাজার সম্পর্কিত গ্রুপে যারা ব্রেক্সিট নিয়ে পোষ্ট করতেছে আমি নিশ্চিত ব্রেক্সিট কি সেটাও তারা জানে না।ব্রেক্সিটের সংজ্ঞা না জেনেই তারা অনুমান নির্ভর পোষ্ট করতেছে যা সাধারন বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর।আমি ব্রেক্সিটের ফলাফল পাওয়ার সাথে সাথেই একটা পোষ্ট দিয়ে বলেছি এই ব্রেক্সিটের কারনে শেয়ার বাজারের চাইতে ফরেক্স মার্কেটে বেশী ধস নামবে।আপনারা এরই মধ্যে দেখেছেন যে এই সম্পর্কে আমার পূর্বাবাস শতভাগ সঠিক হয়েছে।কারন ৩১ বছরের সরবনিন্ম দরে এসেছে পাউন্ডের দর।সেই সাথে ডলার,ইউরো সহ ইউরোপিয়ান মুদ্রার ব্যাপক দর পতন ঘটেছে।এবার দেখা যাক শেয়ার বাজারে কেমন প্রভাব পড়বে? ব্রেক্সিটের কারনে বিশ্বের সকল শেয়ার বাজারেই প্রভাব পড়েছে।আমাদের বাজারে যে এর প্রভাব পড়বে না এমন ধারনা করা ঠিক না।তবে মার্কেট গত ২দিন বন্দ্ব থাকায় আগামিকাল নেতিবাচক প্রভাব কিছুটা কম পড়বে।কারন কোনো ওষুধের যেমন প্রভাব একদিন থাকে তেমনি শেয়ার বাজারের ভাল খারাপ নিউজেরও প্রভাব একদিনই থাকে।ব্রেক্সিটের সামান্য প্রভাব বলতে এটুকু বলতে পারি যে, আগামিকাল সকালে যারা বাই দেয়ার পরিকল্পনায় ছিল তারা ব্রেক্সিটের কারনে সকালে বাই না দিয়ে বাজার পর্যবেক্ষনে থাকতে পারে।যার ফলে একতরফা সেল প্রেসারে সকালে বাজার ১০-১৫ পয়েন্ট হারিয়ে নেতিবাচক থাকতে পারে।দিনের মধ্যবর্তী সময়ে ঘুরে দাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে দিনশেষে ২০-২৫ পয়েন্ট পতন দিয়েই মার্কেট ক্লোজ হতে পারে।ব্রেক্সিটের কারনে মাল্টিন্যাশনাল,ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল সেক্টরে কিছুটা প্রভাব পড়তে পারে।তাছাড়া অন্যান্য সেক্টর স্বাভাবিক থাকতে পারে।আপনার প্রয়োজনে পোষ্ট শেয়ার করতে পারেন তবে ভুলেও কপি করবেন না।কপি করলে ব্লক করা হবে।