রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে তরুণীকে হেনস্থার প্রতিবাদে এবার প্রকাশ্যে ধূমপানের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ওই তরুণীকে হেনস্থার প্রতিবাদ জানিয়ে ১০-১১ জনের একদল তরুণ-তরুণী নগরীর সিএন্ডবি মোড়ের একই স্থানে অবস্থান নেন। এরপর তারা এক একে সিগারেট বের করে টানতে শুরু করেন। এদিকে প্রকাশ্যে ধূমপানের পাল্টা প্রতিবাদে নামেন আরেক দল যুবক। তারা প্রকাশ্যে ধূমপায়ী তরুণ-তরুণীদের বলেন, এভাবে প্রকাশ্যে জনসম্মুখে ধূমপান ঠিক নয়। এর মাধ্যমে আপনারা এলাকার পরিবেশ নষ্ট করছেন। এসময় উভয়পক্ষের মধ্যে কথাকাটাটি হয়। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ছুটে যান। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। তরুণীকে হেনস্থার প্রতিবাদীদের মধ্যে অনু, পারিজাত, মাইশা, মরিয়ম, সুস্মিতা, মিরা, আব্দুল্লাহসহ প্রমুখ জানান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু একটি মেয়ে ধূমপান করায় বলে তাকে হেনস্থা কেন? একটি যুবক যদি ধূমপান করতে পারে, তাহলে মেয়েও ধূমপান করতে পারবে। তারা প্রকাশ্যে ধূমপান করে ওই নারীকে হেনস্থার প্রতিবাদ জানাচ্ছে, কাউকে ধূমপানে উৎসাহিত করার উদ্দেশ্যে নয়। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর এক তরুণী ওই এলাকায় তার প্রেমিকের সঙ্গে সিএন্ডবি মোড়ে ধূমপান করছিল। এ নিয়ে স্থানীয়রা ওই তরুণীকে হেনস্থা করা হয়। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়।