বাজার বিশ্লেষন ঃ- ব্রেক্সিটের খবরে বিশ্ব শেয়ার বাজার,ফরেক্স ও মানি এক্সচেঞ্জ গুলোতে ব্যাপক দর পতন হলেও অল্পের জন্য বড় পতন থেকে রক্ষা পেল আমাদের শেয়ার বাজার।আজ দেশের শেয়ার বাজারের ডিএসইব্রড ইনডেক্সটি ওপেন হয় 4381.46 পয়েন্ট দিয়ে।মার্কেট ওপেন হওয়ার পর থেকেই একতরফা পেনিক সেল প্রেসারে ইনডেক্স নিন্মমুখী হতে থাকে।বেলা বাড়ার সাথে তাল মিলিয়ে ইনডেক্সের পতনও বাড়তে থাকে।বেলা ১২ টা ৩০ মিনিটে ইনডেক্স আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট কমে 4358-4360 পয়েন্টে উঠানামা করছিল।বেলা সাড়ে ১২ টার পর হটাৎ করে নিউজ আসে যে,ব্রেক্সিটের ব্যাপারে বৃটেনে ২য় বার গণভোটের দাবী উঠেছে!! টিভি স্ক্রীনে এই নিউজটি আসার সাথে সাথে মার্কেটের চিত্র পাল্টে যায়।মাত্র ১৮ মিনিটে বেলা ১২ টা ৪৮ এ মার্কেট হারানো ইনডেক্স পুনরোদ্বার করে উত্তানে যায়।তবে উত্তানে গিয়েও ইনডেক্স বেশী দূর এগুতে পারেনি।এরই মধ্যে বিনিয়োগকারীরা পুনঃগনভোটের দাবীর নিউজটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষন শুরু করে দিয়েছেন।
বৃটেন থেকে ভেসে আসা এই অদ্ভুত নিউজের ব্যাখ্যা বিশ্লেষন করতে করতেই মার্কেট ক্লোজিংয়ের ঘন্টা ভেজে যায়।যার ফলে ইনডেক্সও ব্রেক্সিট আতংকের কবল থেকে রক্ষা পেয়ে বড় ধরনের পতনকে পাশ কাটিয়ে দিনশেষে প্রায় অপরিবর্তীত থেকে চার্টে ডজি ক্যান্ডেল তৈরী করেছে।যেহেতু আজকে নিশ্চিত পতন থেকে মার্কেট রক্ষা পেয়েছে সেহেতু এই ব্রেক্সিটের প্রভাবে আর বড় ধরনের পতনের সুযোগ নেই।কারন নিউজের শক্তি ফিউজ হয়ে গেছে।তবে আজকে চার্টে ডজি ক্যান্ডেল তৈরী হওয়ায় সামনে মার্কেটের ইনডেক্স কোন দিকে যাবে সেই সিদ্বান্তহীনতায় আছে।আজকের লেনদেন যেহেতু এ মাসের সর্ব নিন্ম লেনদেন সেহেতু আগামিকাল মার্কেট স্বাভাবিক যেতে পারে।কারন আমার একটা সূত্র হল সর্ব নিন্ম লেনদেন বাজার ঘুরে দাড়ানোর পূর্বাবাস।আজ ইনডেক্স ওপেন হয় 4381.46 পয়েন্টে, সর্বোচ্চ উঠে 4383.56 পয়েন্টে, সরবনিন্ম নামে 4356.89 পয়েন্টে এবং দিনশেষে মাত্র 1.24 পয়েন্ট হারিয়ে ক্লোজ হয4380.22় পয়েন্টে।মার্কেটের বর্তমান আরএসআই 48.2। আজ লেনদেন হয়েছে মাত্র ২৬৫ কোটি টাকা। ফেসবুকে আমাদের গ্রুপে জয়েন করতে এই লিংকে ক্লিককরুন।