একটি স্টিলের ব্রেসলেট কিনা নিলামে বিক্রি হলো ৪২ লাখ টাকায়! এই ব্রেসলেটের মালিক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের মহানায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দীর্ঘ ১৮ বছর ধরে ব্রেসলেটটি ব্যবহার করেছেন ম্যাশ। অনেক উত্থান-পতনের সাক্ষী এটি। গ্রামের দুরন্ত কৌশিক থেকে ক্রিকেট বিশ্বের ম্যাশ হয়ে ওঠা, একের পর ইনজুরি জয় করে, পৃথিবীর বাঘা বাঘা সার্জনকে হতবিহ্বল করে দিয়ে বোলিং রানআপে যাওয়া কিংবা ঘরের মাঠে বিশ্বকাপ না খেলতে পারার বেদনা- অসংখ্য সুখ-দুঃখের মাশরাফীর হাতে ছিল এই ব্রেসলেটটি। এমন একটা অমূল্য স্মৃতি কেনো নিলামে চড়ালেন মাশরাফী বিন মোর্ত্তজা এমপি! করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের জন্যই ম্যাশের এই স্যাক্রিফাইস। রোববার দিবাগত রাতে ফেইসবুকে ‘Auction 4 Action’ পেইজ-এ নিলামে তোলা হয় মাশরাফীর নাম খোদাই করা ব্রেসলেটটি। ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। ডাকের পর ডাক ওঠে, শেষ পর্যন্ত সেটি বিক্রি হলো ৪২ লাখ টাকায়! কিনেছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএ। এই অর্থ দিয়ে মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা করা হবে করোনাভাইরাসের এই দুঃসময়ে অসহায় মানুষদের।