পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ার বাজার।এনিয়ে পতন গড়াল টানা ষষ্ট দিনে।প্রতিদিনই দিনের মধ্য ভাগে ইনডেক্স ঊর্ধমুখী হয়ে আবার মুহুর্তেই নিন্ম মুখী হয়ে যায়।এই আচরনের ফলে বাজারের প্রতি আস্থাহীনতা দিন দিন বেড়েই চলেছে।আজ ডিএসই ব্রড ইনডেক্স ওপেন হয় 4484.04 পয়েন্টে সর্বোচ্চ উঠে 4503.09 পয়েন্টে সর্বনিন্ম নামে 4454.49 পয়েন্ট এবং দিন শেষে 21.86 পয়েন্ট হারিয়ে ক্লোজ হয় 4462.18 পয়েন্টে।বাজারের বর্তমান RSI 24.84 এবং নিকটতম সাপোর্ট লেভেল 4380 পয়েন্টে। আজ ডিএসইতে দর বেড়েছে 102 কমেছে 191 টি অপরিবর্তীত ছিল 18 টি মিউচুয়াল ফান্ড ও প্রতিষ্টানের শেয়ারের দর। লেনদেন হয়েছে 578 কোটি টাকা।