দক্ষ ও সচেতন ট্রেডার চাই ঃবাজারকে স্থিতিশীল করতে সচেতনতার বিকল্প নাই!

0
(0)

car-mechanic-working-auto-repair-service-professional-35581655 শেয়ার বাজার বিশাল ব্যাপার।আইটেম বাই সেল নেটিং কাটিং চেটিং ফিটিং টেকিং ইত্যাদিতেই শুধু সীমাবদ্ব নয় শেয়ার বাজারে এমন কিছু আছে যা ক্রেতা বিক্রেতা অনেকেই জানেনা।এ জন্যই বিশ্ববিখ্যাত বার্ন বারুচ শেয়ার বাজার প্রসঙ্গে বলেছেন ” শেয়ার বাজারের মুখ্য ও প্রধান উদ্দেশ্য হচ্ছে যত বেশী সংখ্যক মানুষকে বোকা বানানো যায়” এই মনীষীর উক্তিতেই বোঝা যায় শেয়ার বাজারে এমন অনেক কিছুই আছে যা অধিকাংশ ক্রেতা বিক্রেতা জানে না।যারা জানে তারা ওইসব কৌশল ব্যবহার করেই সাধারন ট্রেডারদের বোকা বানায়।আমার উদ্দেশ্যটা ভিন্ন।আমি চাই আমার একজন সাধারন ফ্যান,মেম্বার বা পাঠককেও যেন কেউ ট্রেডিংয়ে বোকা বানাতে না পারে।বর্তমানে সেমিনার,ট্রেইনার,পোর্টপোলিও মেইনটেইন,টিউটোরিয়াল ও চার্ট এনালাইসিস সহ বেশ কিছু কাজে দিন রাত ব্যস্ত থাকি।যদিও ব্যস্ততার কারনে শেয়ার বাজার বিষয়ক বিশেষ বিশেষ বুলেটিন টিপস গুলো লেখার সময় পাচ্ছি না তবুও কাজের ফাকে একটু সময় পেলেই কিছু না কিছু লিখার চেষ্টা করছি।আমার বিশ্বাস কোনো একদিন আমার প্রত্যেক পাঠক একেক জন দক্ষ ট্রেডার হয়ে উঠবে এবং বাই সেলে নিজে নয় অন্যদেরকে বোকা বানাবে।আমার লেখালেখির মুখ্য উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত সাধারন বিনিয়োগকারীদের কিছু কার্যকরী টিপস শিখিয়ে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলা।যত বড় ক্ষতিগ্রস্তই হোক একজন সাধারন ট্রেডার যখন স্মার্ট ট্রেডার হয়ে উঠবে তখন সে আর ক্ষতিগ্রস্ত থাকবে না।কারন তখন তার পোর্টপোলিও চক্রবিধি হারে বাড়তে থাকবে পাশাপাশি তার মাধ্যমে চতুর্দিক থেকে উপকারভোগীদের উপহার,উপঢৌকন যা আসবে সেই উপহার তার পোর্টপোলিওর চাইতেও বড় অংকের হতে পারে।২০১০ সালের মহা পতনের পর থেকে সামাজিক মাধ্যম সহ গনমাধ্যমে শেয়ার বাজার নিয়ে লেখালেখি করে আসছি।২০১২-২০১৩ সালে ফেসবুক,টুইটার ও গুগল প্লাসে আমার বেশকিছু লেখা বাজারের গেম্ব্লার তথা অসাধু চক্রের পেটে লাথি দেয়।তখন তারা সংঘবদ্ব হয়ে আমার ফেসবুক আইডিতে রিপোর্ট করে আইডি গুলো নষ্ট করে দেয়।আইডি নষ্ট করায় ওইসময় হয়তঃ সাময়ীক কিছু সমস্যা হয়েছে কিন্তু যার প্রতিভা আছে তাকে কি ধমিয়ে রাখা যায়! অহংকার করছি না।বলতে বাধ্য হচ্ছি ২০১২-২০১৩ সাল সহ যেকোনো সময়ের চেয়ে আমার বর্তমান জনপ্রিয়তা তুঙ্গে।গুগলে stockkamrul সার্চ করলে এরকম জনপ্রিয়তারই ইঙ্গিত পাওয়া যায়।২০১৩ সালের আমার ফ্যানদের অবশ্যই মনে আছে যে, রাত যত গভীরই হোক আমার বাজার সম্পর্কিত সর্বশেষ পোষ্ট পড়ার জন্য অনেকেই জেগে থাকত।কখন সর্বশেষ পোষ্ট করি সেই অপেক্ষার প্রহর গুনছিল।এখন যেমন আগের চেয়ে বেশী ব্যস্ত স্বাভাবিকভাবেই আগের চেয়ে অনেক বেশী দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছি।সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের আলোকিত করতে চাই।আর এটাই হবে আমার লেখালেখির সার্থকতা।

Rate This

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!