ঢাকা : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সর্বোচ্চ বেড়ে ইতিহাস সৃষ্টি করেছে। রোববার (১৯ জানুয়ারি) ডিএসইএক্স সূচক ২৩২পয়েন্ট বেড়ে ৪৩৮২ পয়েন্টে অবস্থান নিয়েছে। সূচকটি চালু হওয়ার ৭ বছরের মধ্যে এটি সর্বোচ্চ উত্থান। জানা গেছে, ডিএসইএক্স সূচক ২০১৩ সালের ২৭ জানুয়ারি ৪০৫৬ পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করে। এরপরে বিগত ৭ বছরের মধ্যে সূচকটির রোববার সর্বোচ্চ উত্থান হয়েছে। এর আগে সূচকটির দ্বিতীয় সর্বোচ্চ উত্থান হয় ১৫৫ পয়েন্ট, যা ২০১৫ সালের ১০ মে হয়েছিল। প্রায় ১ বছর ধরে শেয়ারবাজার মন্দাবস্থায় ছিল। এতে বিনিয়োগকারীদের নাভিশ্বাস উঠে যায়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেয়ারবাজারের উন্নয়নে গত ১৬ জানুয়ারি উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন এবং কয়েকটি নির্দেশনা দেন। এতে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করে। এছাড়া স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালকদের শেয়ার ক্রয়ের ঘোষণা, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে প্রথম বাংলাদেশী হিসেবে ইয়াসির আজমানকে নিয়োগ ও তারল্য সংকট নিরসনে সরকারি ৪ ব্যাংকের বিনিয়োগ করার সিদ্ধান্ত শেয়ারবাজারে ইতিবাচক ভূমিকা ফেলে। এসব খবরে রবিবার ডিএসইএক্স সূচকটির রেকর্ড উত্থান হয়েছে। রোববার ডিএসই’র অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৯৯৮ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮৭ পয়েন্টে এবং নতুন সিডিএসইটি সূচক ৪৭ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৮৯২ পয়েন্টে। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের চেয়ে ১৪৩ কোটি ৮৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন ছিল ২৬৭ কোটি ৪৯ লাখ টাকার। ডিএসইতে এদিন ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৪৬র্টির বা ৯৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৬টির বা ২ শতাংশের। আর ৪টি বা ১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।