সপ্তাহের শেষদিন গতকাল বৃহস্পতিবার ডিএসই ব্রড ইনডেক্সটি বুল্লিশ মার্বুজু ক্যান্ডেল তৈরী করল।বুল্লিশ মার্বুজু ক্যান্ডেল দ্বারা সাধারনত উচ্চ মাত্রা সম্পন্ন বাই প্রেসারকে বোঝায়।মারবুজু হচ্ছে এমন ক্যান্ডেল ষ্টিক যে ক্যান্ডেল ষ্টিকের বডির উপরে ও নীচে কোনো শ্যাডো বা সলতে থাকে না। Market ইনডেক্স যে পয়েন্ট থেকে ওপেন হয় ওই পয়েন্টের নীচে যদি না আসে এবং সারাদিনে যে পয়েন্ট পর্যন্ত হাই হয়ে ওই হাই পয়েন্টেই যদি ক্লোজ হয় তাহলে যে ক্যান্ডেল তৈরী হবে ওই ক্যান্ডেলকে বুল্লিশ মারবুজু ক্যান্ডেল বলা হয়।গত কালের ডিএসই ইনডেক্সের চার্ট এনালাইসিস করলে দেখা যায় মার্কেট ওপেন হয় ৪২৫৮.২ পয়েন্টে, সর্বনিন্ম নামে ওই ৪২৫৮.২ পয়েন্টেই, সর্বোচ্চ উঠে ৪৩০৭.৭ পয়েন্টে এবং ক্লোজ হয় ৪৩০৬.৮ পয়েন্টে।ইনডেক্স ওপেনের নীচে না আসায় এবং দিনের সর্বোচ্চ পয়েন্টে ক্লোজ হওয়ায় ক্যান্ডেলের বডির উপরে নীচে কোনো শ্যাড নেই।মারবুজু ক্যান্ডেল সাধারনত ইনডেক্স উত্তানের পূর্বাবাস দেয়।গতকালে মারবুজু ক্যান্ডেলটি আগামী সপ্তাহে বাজারের ঊর্ধমুখীতার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।
ধারনা করা হচ্ছে আগামি সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ইনডেক্স ঊর্ধমুখীতা বজায় রাখবে।ইনডেক্সের সাথে তাল মিলিয়ে বাজারের কিছু কিছু আইটেমও বুল্লিশ মারবুজু ক্যান্ডেল তৈরী করেছে।এনালাইসিস করে ওই আইটেম গুলো বাই দিতে পারলে আগামি সপ্তাহের ৫ কার্যদিবসেই ২০%-২৫% প্রফিট করা কঠিন কিছু নয়।কারন মানুষ প্রতারনা করলেও চার্ট কখনও মিথ্যা আভাস দেয়না।তাই শুধু ক্যাপিটাল মার্কেট নয় আবহাওয়াবিদরাও বিগত দিনের চার্ট এনালাইসিস করে আগামি দিনের আবহাওয়ার পূর্বাবাস দিয়ে থাকেন।আমাদের এনালাইসিস আইটেমের জন্য নিন্মের ইমেইলে যোগাযোগ করতে পারেন। Email :- sktips2016@gmail.com