দেশের শেয়ার বাজারের ডিএসই এক্স ইনডেক্স আজ ডজি ক্যান্ডেল তৈরী করেছে।ইনডেক্স যদি ওপেনিং পয়েন্ট বা তেমন কোনো পরিবর্তন না হয়ে ওপেনিং পয়েন্টের কাছাকাছি ক্লোজ হয় তখন তাকে ডজি ক্যান্ডেল বলা হয়।ডজি ক্যান্ডেল সাধারনত সিদ্বান্তহীনতাকে বোঝায়।অর্থ্যাৎ সামনে মার্কেট আপ হবে না কি ডাউন হবে বিনিয়োগকারীদের মনে এমন সংশয় দেখা দিলে বায়ার সেলারের ট্রেড ক্রসিংয়ে উঠানামা শেষে ইনডেক্স প্রায় অপরিবর্তীত থেকে সিদ্বান্তহীন ক্যান্ডেল তৈরী করে।ডিএসইতে আগের দিনের চেয়ে আজ লেনদেন কমেছে প্রায় ৬৩ কোটি টাকা।ডজি ক্যান্ডেলের মার্কেটে এরকম লেনদেন কমতেই পারে।এটা সাভাবিক।তবে ইনডেক্স সিদ্বান্তহীন ডজি ক্যান্ডেল তৈরী করলেও আজকের বাজার ছিল স্বাভাবিক গতিশীল এবং অত্যন্ত ইতিবাচক।গতকালের বাজার বিশ্লেষএ যা ধারনা করেছিলাম আজ তাই হল।অর্থ্যাৎ গতকাল যে আইটেম গুলো স্বাভাবিক কারেকশন হয়েছিল আজ সেগুলোই বেশী বেড়েছে।এ জন্যই বলছিলাম গতিশীল বাজারে রানিং শেয়ার হাতছাড়া করতে নেই।আজ ইনডেক্স না বাড়লেও দর বেড়েছে ১৭০ টি কমেছে ১২৬ টি এবং অপরিবর্তীত আছে ২৭ টি কোম্পানী ও মিউচুয়াল ফান্ডের শেয়ার।ইনডেক্স তেমন না বাড়লেও অধিকাংশ কোম্পানীর দর বৃদ্বি স্বাভাবিক বাজারের লক্ষন।অর্থ্যাৎ আজকে পর্যন্ত বাজার সাভাবিক আছে এবং আগামি দিনে আরো ভাল হবে বলে ধারনা
করা হচ্ছে।গত ৪ দিন ধরে যে পোষ্ট গুলো দিচ্ছি সেই পোষ্ট গুলোতে পাঠকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি।কারন প্রতিটা পোষ্টই ইতিবাচক।এর আগে গত ২ মাস আমার প্রতিটা পোষ্টই ছিল নেতিবাচক।তাই হয়তঃ সাধারন বিনিয়োগকারীরা আমার সেই পোষ্ট গুলো গ্রহন করতে পারেনি।কিন্তু আমার কিছুই করার নেই।চার্টে যা পাই তাই আমি বিশ্লেষন করে পাঠকদের কাছে উপস্থাপন করি।আমি সাদা কে সাদ এবং কালো কে কালো বলতেই পছন্দ করি।বাজার নেতিবাচক হওয়ার আগেরদিন থেকে সবাইকে আমার পোষ্টের মাধ্যমে সতর্ক করেছি।গত ২ মাস যাবত সতর্ক করেই আসছি।আবার ইদানিংকালে বাজার ঊর্ধমুখীতায় যাওয়ার আগের দিন থেকেই ঊর্ধমুখীতার ইতিবাচক আভাস দিয়ে আসছি। বাজার সম্পর্কিত ইতিবাচক পোষ্ট হোক বা নেতিবাচক পোষ্টই হোক আমার সব পোষ্টই হচ্ছে চার্টের প্রতিচ্ছবি।আমার পোষ্ট এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।শুধু ইনডেক্স নয় আইটেম নিয়েও এ পর্যন্ত যত বিশ্লেষন করেছি ৯০%-১০০% সফল হয়েছি।যেমন গত ৪ তারিখে পার্সোন্যাল সার্ভিসে একটা আইটেম দিয়ে বলছিলাম সম্ভাব্য প্রফিট ১৫ দিনে ২০%। আজ ১০ তারিখ।১৫ দিন নয় ৬ দিনেই আজ ২৫% প্রফিট পূর্ন হয়েছে।যাদের কাছে Password নাই
এই স্ক্রিন শর্টটা দেখতে পারেন।যে কোনো প্রয়োজনে ইমেইলে যোগাযোগ করতে পারেন।
E-Mail : sktips2016@gmail.com