
ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই ইনডেক্সের শক্তিশালী রেজিষ্টেন্স ৪৮০০ পয়েন্টে। লেনদেনের প্রথম ঘন্টায় ডিএসই ইনডেক্সটি রেজিষ্টেন্সের কাছাকাছি ৪৭৯৬.১ পয়েন্টে উঠে আপট্রেন্ড দুর্বল হয়ে নিন্মমুখী হতে দেখা গেছে। ডিএসই ইনডেক্সটি যদি দিনশেষে ৪৮০০ পয়েন্ট অতিক্রম করে সুপার ট্রেন্ডের উপরে ক্লোজ হয় তাহলে সামনে বাজার বেশ কয়েকদিন চাঙ্গা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ৪৮০০ পয়েন্টের রেজিষ্ট্রেন্স ভেঙ্গে সুপার ট্রেন্ডের উপরে উঠতে না পারলে ইনডেক্সটি দুএকদিন সাইডওয়েতে অবস্থান করতে পারে এবং পরবর্তীতে হয় আপট্রেন্ড নতুবা ডাউনট্রেন্ডে যাবে।