আজকের বাজার দেখে মনে হচ্ছিল যেন দীর্ঘদিন পর স্বচ্ছ একটি বাজার পেলাম।আজকের বাজারের আচরন ছিল অসাধারন।সেই সাথে লেনদেন ছিল ফুলের মত পবিত্র।আজ বাজার শুরুতে কিছুটা উঠানামা করলেও বেলা বাড়ার সাথে সাথে ইনডেক্স এবং লেনদেন পাল্লা দিয়ে বাড়তে থাকে।আজকের উঠানামা বা লেনদেনে কোনো প্রকার অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় নি।বরাবরের মত আজকের উত্তানের বাজারে লিড দিয়েছে পাওয়ার সেক্টরের কিছু কোম্পানী।বাজার দীর্ঘ পতন থেকে যখনই উত্তানে যায় তখন পাওয়ার সেক্টরের ভূমিকাই বেশী দেখা যায়।এবারও এর ব্যতিক্রম নয়।শুধু তাই নয় যতবারই পাওয়ার সেক্টর উত্তানে গেছে ততবারই ঊর্ধমুখী ধারাবাহিকতা ধরে রেখেছে।তাই আশা করা যায় আগামী সপ্তাহেও বাজার ভাল যাবে।আমাদের গতকালের দেয়া পার্সোন্যাল আইটেম গুলো থেকে আগামী সপ্তাহেই ২০% প্রফিট নিতে পারব বলে আশা করছি।যেহেতু আজকেই ৮% বাড়ছে আরো ১২% আগামি সপ্তাহে নিশ্চিত। যারা বোঝে না বোঝে আজে বাজে আইটেমে ঢুকে বিশাল লসে পড়েছেন তাদের জন্য বিশেষ পরামর্শ হচ্ছে টেক্সটাইল,ইন্সুরেন্স,ফাইন্যান্স,মিউচুয়াল ফান্ডে লস নিয়ে বসে থাকলে মার্কেট ১০০০ পয়েন্ট বাড়লেও আপনার লস বিন্দু মাত্রও রিকভার হবে না।লস রিকভার করতে ডাউন মার্কেট যেমন তেমন আপ মার্কেটে মনের মত করে পোর্টপোলিও সাজাতে হবে।অন্যতায় মার্কেট আপ হবে আবার ডাউন হবে কিন্তু আপনার পুঁজি শুধু কমতেই থাকবে।
sktips2016@gmail.com