আমরা বিশ্বের সকল স্টক মার্কেট ও ফরেক্স মার্কেটের বিনিয়োগকারীদের টেকনিক্যাল চার্ট এনালাইসিস করে বাই সেল, এন্ট্রি এক্সিট পয়েন্ট সহ বিভিন্ন আইটেমের বিশেষ সিগন্যাল দিয়ে আসছি। আমাদের পেইড সার্ভিসে তিনটি ক্যাটাগরি রয়েছে।

১। জেনারেল মেম্বারশিপ : এই সার্ভিসের মেম্বাররা প্রতিদিন ট্রেডিং চলাকালীন সময়ে ৪ থেকে ১০ টি আপট্রেন্ড আইটেমের সিগন্যাল পেয়ে থাকেন। টেকনিক্যাল চার্টে আপট্রেন্ডের প্রাথমিক ফিল্টারিংয়ে যেসব কোম্পানির নাম উঠে আসে সেখান থেকে বাছাই করে এসব আইটেমের সিগন্যাল দেয়া হয়। নিন্মে জেনারেল মেম্বারশিপের বাই সিগন্যালের স্ক্রিন শর্ট দেয়া হল।

২। সিলভার প্রিমিয়াম মেম্বারশিপ :- এই সার্ভিসের মেম্বাররা প্রতিদিন ১ থেকে ২ টি আইটেমের বাই সিগন্যাল পাবেন। যা টেকনিক্যাল চার্টের সবগুলো ইনডিকেটরের মুভমেন্ট এনালাইসিস করে বাই সিগন্যাল দেয়া হয়। সিলভার প্রিমিয়াম সার্ভিস মেম্বারশিপের মেয়াদ ৩ মাস। নিন্মে সিলভার মেম্বারশিপের বাই সিগন্যাল স্ক্রিনশট দেয়া হল।

৩। গোল্ডেন প্রিমিয়াম মেম্বারশিপ :- এই সার্ভিসের মেম্বাররা জেনারেল মেম্বারশিপ, সিলভার মেম্বারশিপের সব সুবিধা পাওয়া সহ প্রত্যেক মেম্বারের মেম্বারশিপ মেয়াদ ৬ মাস পেয়ে থাকেন। নিন্মে গোল্ডেন মেম্বারশিপ বাই সিগন্যালের স্ক্রিনশট দেয়া হল।
