ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি গুলোর টেকনিক্যাল চার্টের বিভিন্ন ইনডিকেটর বিশ্লেষণ করে দেখা যায় যে, উল্লেখিত কোম্পানি সমূহের অধিকাংশ ইনডিকেটর উপরের দিকে মুভ করে বুলিশ অবস্থানে রয়েছে যা স্ট্রং আপট্রেন্ডে অবস্থান করছে বলে সংকেত প্রদান করে থাকে। পাশাপাশি উল্লেখিত কোম্পানি সমূহের রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স Overbought জোনে অবস্থান করার কারণে কোনো কোনো কোম্পানির কারেকশনের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।


