গত দিন টেকনিক্যাল এনালাইসিস আর্টিকেলে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আশা করি, আপনারা সবাই ডাবল ক্যান্ডেলস্টিক সম্বন্ধে একটা ধারণা পেয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। Morning star : ট্রিপল ক্যান্ডেলষ্টিক প্যাটার্নের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্যাটার্ন হচ্ছে
Morning star। এই ক্যান্ডেলষ্টিক প্যাটার্নটি মূলত মার্কেটের downtrend-এর শেষে দেখা যায়।
এই প্যাটার্নের প্রথম ক্যান্ডেলষ্টিকটি বেশ বড় bearish ক্যান্ডেল হয়,এরপরের ক্যান্ডেলটির সাইজ প্রথম ক্যান্ডেলের তুলনায় আকারে বেশ ছোট(লাল বা সবুজ রঙের) থাকে। এই ছোট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস প্রথম ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের নিচে থাকে। এই ২য় ক্যান্ডেলটি bullish অথবা bearish হতে পারে। এই প্যাটার্নের সর্বশেষ বা ৩য় ক্যান্ডেলটি মার্কেটের trend direction নির্দেশ করে। এই ৩য় ক্যান্ডেলটি মাঝের ক্যান্ডেল থেকে আকারে অনেক বড় এবং বুলিশ হয়ে থাকে। সাধারণত দেখা যায় শেষের ক্যান্ডেলের ওপেন প্রাইস মাঝের (২নং) ক্যান্ডেলের থেকে কিছুটা উপরের দিকে gap দিয়ে bullish trade হয় এবং ক্লোজিং প্রাইস ১ম বিয়ারিশ ক্যান্ডেলটির ওপেন প্রাইসের কিছুটা নিচে থাকে। ১ম ও ৩য় ক্যান্ডেলের মাঝে
কিছুটা নিচে আকারে বেশ ছোট ক্যান্ডেলটিকে Morning star বলা হয়। Evening star: মর্নিং স্টারের বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন ত্রিপল ক্যান্ডেলষ্টিক প্যাটার্নের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ক্যান্ডেলষ্টিক প্যাটার্ন হলো Evening star
। এই প্যাটার্নের প্রথম ক্যান্ডেলষ্টিকটি বেশ বড় bullish ক্যান্ডেল হয়, এরপরের ক্যান্ডেলটির সাইজ প্রথম ক্যান্ডেলের তুলনায় আকারে বেশ ছোট(লাল বা সবুজ রঙের) থাকে।এই ছোট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস প্রথম ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের উপরে থাকে। এই ২য় ক্যান্ডেলটি bullish অথবা bearish হতে পারে। এই প্যাটার্নের সর্বশেষ বা ৩য় ক্যান্ডেলটি মার্কেটের trend direction নির্দেশ করে। এই ৩য় ক্যান্ডেলটি মাঝের ক্যান্ডেল থেকে আকারে অনেক বড় এবং বিয়ারিশ হয়ে থাকে।সাধারণত দেখা যায় শেষের ক্যান্ডেলের ওপেন প্রাইস মাঝের (২নং) ক্যান্ডেলের থেকে কিছুটা নিচের দিকে gap দিয়ে bearish trade হয় এবং ক্লোজিং প্রাইস ১ম বুলিশ ক্যান্ডেলটির ওপেন প্রাইসের কিছুটা উপরে থাকে। ১ম ও ৩য় ক্যান্ডেলের মাঝে কিছুটা উপরে আকারে বেশ ছোট ক্যান্ডেলটিকে Evening star বলা হয়।Three white soldiers: কোন Downtrend মার্কেটে অথবা কোন Uptrend মার্কেটের শুরুতে যদি পরপর তিনটি বড় সাইজের bullish candlestick দেখা যায়, তবে এই কম্বিনেশনকে Three White Soldiers বলে। এই প্যাটার্ন শক্তিশালী bullish reversal সিগন্যাল প্রদান করে। এই ক্ষেত্রে প্রতিটি candlestick এর opening আগের candle এর body range থেকে শুরু হয় এবং প্রতিটি trading এর আগের closing কে ছাড়িয়ে যাবার চেষ্টা অব্যাহত রাখে। এছাড়া এই candlestick তিনটির shadow খুব সামান্য পরিমাণেই থাকে। Three black crows: কোন Downtrend মার্কেটে অথবা কোন Uptrend মার্কেটের শুরুতে যদি পরপর তিনটি বড় সাইজের bearish candlestick দেখা যায়, তবে এই কম্বিনেশনকে Three Black Crows বলে। এই প্যাটার্ন শক্তিশালী bearish reversal সিগন্যাল প্রদান করে।এই ক্ষেত্রে প্রতিটি candlestick এর opening আগের candle এর body range থেকে শুরু হয় এবং প্রতিটি trading এর আগের closing কে ছাড়িয়ে যাবার চেষ্টা অব্যাহত রাখে। এছাড়া এই candlestick তিনটির shadow খুব সামান্য পরিমাণেই থাকে।Three inside up: এই ক্যান্ডেলষ্টিক প্যাটার্ন Downtrend মার্কেটের শেষে দেখতে পাওয়া যায়। এই প্যাটার্নের ১ম ক্যান্ডেলটি Downtrend মার্কেটের তলায় সর্বশেষ বেশ বড় বিয়ারিশ ক্যান্ডেল হতে হবে।এর পরের ক্যান্ডেলটিকে অবশ্যই বুলিশ হতে হবে এবং এর ক্লোজিং আগের ক্যান্ডেলের মাঝ বরাবর হতে হবে। Three inside up ক্যান্ডেল প্যাটার্ন confirm করার জন্য ২য় ক্যান্ডেলের পরে সর্বশেষ ক্যান্ডেলটির ক্লোজিং অবশ্যই ১ম ক্যান্ডেলের High price এর উপরে হতে হবে। এই প্যাটার্ন শক্তিশালী Bullish Reversal Signal নির্দেশ করে থাকে।Three inside down: এই ক্যান্ডেলষ্টিক প্যাটার্ন Uptrend মার্কেটের চূড়ায় দেখতে পাওয়া যায়। এই প্যাটার্নের ১ম ক্যান্ডেলটিকে Uptrend মার্কেটের চূড়ায় সর্বশেষ বেশ বড় বুলিশ ক্যান্ডেল হতে হবে।এর পরের ক্যান্ডেলটিকে অবশ্যই বিয়ারিশ হতে হবে এবং এর ক্লোজিং আগের ক্যান্ডেলের মাঝ বরাবর হতে হবে। Three inside down ক্যান্ডেল প্যাটার্ন confirm করার জন্য ২য় ক্যান্ডেলের পরে সর্বশেষ ক্যান্ডেলটির ক্লোজিং অবশ্যই ১ম ক্যান্ডেলের low price এরনিচে হতে হবে। এই প্যাটার্ন শক্তিশালী Bearish Reversal Signal নির্দেশ করে থাকে।আগামী সপ্তাহে ক্যান্ডেলস্টিকের শেষ পর্বের আর্টিকেল প্রকাশিত হবে।টেকনিক্যালি
বা হাতে খলমে
শিখতে আমাদের এনালাইসিস
টিউটোরিয়াল ভিডিও সংগ্রহ করতে
পারেন। ভিডিও অর্ডারের জন্য
যোগাযোগ করুন। ইমেইল ঃ-
stockkamrul@gmail.com