এম,এম,আর কামরুল সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের প্রধান শেয়ার বাজার ডিএসই এক্স ইনডেক্সটি ২০.০৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ক্লোজ হয়েছে ৫৬০৪.৩৮ পয়েন্টে। এ নিয়ে টানা ৩ কার্যদিবস ডিএসই ইনডেক্স বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবারের চার্ট বিশ্লেষণে দেখা যায়, নির্ধারিত সময় সকাল দশটায় ডিএসই এক্স ইনডেক্সটি ৫৫৮৪.৩০ পয়েন্টে ওপেন হয়ে লেনদেন শুরু হয়। সর্বনিম্ন ৫৫৮৩.৮৮ পয়েন্ট থেকে সর্বোচ্চ ৫৬১৪.৯২ পয়েন্টে দিনভর উঠানামা করে। বাজারের সার্বিক পরিস্থিতি মিশ্রাবস্থা বিরাজ করেছিল। এদিন ডিএসইতে ক্লোজিং প্রাইস অনুযায়ী দর বেড়েছে ১৫১ টি, কমেছে ৯২ টি এবং অপরিবর্তিত রয়েছে ১০৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট দর। ডিএসইতে সোমবার সার্বিক লেনদেন হয়েছে ৭২১ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানি গুলোর উঠানামা ছিল স্বাভাবিক। কোনো কোম্পানির লেনদেনে অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয়নি। সুতরাং বলা যায় যে, মার্কেট তার নিজস্ব গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে।