করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে এক জনের মৃত্যু দেখে হাসপাতাল থেকে ভয়ে পালাতে যান। তবে বাসায় পৌঁছার আগেই পথে রিকশাতেই তার মৃত্যু হয়। এমন ঘটনা ঘটেছে নগরীর দেওয়ানহাট মোড়ে শনিবার রাতে। নুপুর নামে ওই মহিলার বাসা নগরীর ইপিজেড এলাকায়। তিনি চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানার শ্রমিক। পুলিশ জানায়, জ্বর আসলে তিনি গত ১৫ মে চমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে একজনের মৃত্যু দেখে তিনি ভয় পেয়ে যান। শনিবার সন্ধ্যার দিকে মেডিকেল থেকে পালিয়ে এসেছিলেন। রিকশায় মাকে নিয়ে নুপুর বাসায় ফিরছিলেন। দেওয়ানহাট এলাকায় রিকশায় তার খারাপ লাগতে থাকে। একপর্যায়ে রিকশাতেই তার মৃত্যু হয়। ডবলমুরিং থানার ওসি সদীপ দাশ বলেন, তার করোনা হয়েছে কিনা অথবা নমুনা সংগ্রহ করা হয়েছিলো কিনা তা পরিবারের সদস্যরা জানেন না।