এম,এম,আর কামরুল : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবলীগ নেতা ও উবাহাটা আজিজিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক শহিদ উদ্দিন জিসনুর করোনা পজিটিভের রিপোর্ট এসেছে । গত মঙ্গলবার সকাল ৬ টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে হবিগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষ শহিদ উদ্দিন জিসনুর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠায়। আজ রবিবার প্রয়াত শহিদ উদ্দিন জিসনুর করোনা রির্পোট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল।