বাজারের ইনডেক্স আপ ডাউন হল স্বাভাবিক নিয়ম।শেয়ার বাজারের পরিধি বিশাল।এখানে চার আনা আট আনা এক হাজার দুই হাজার একলাখ পাঁচ লাখ টাকা নয় যে, যার টাকা আছে তার কথায় ইনডেক্স উঠানামা করবে।এখানে শত শত কোটি কোটি টাকার লেনদেনের ব্যপার তাই আপনি আমার একক হুজুগে বাজার উঠবেও না পড়বেও না।তবে বাজারের সকল সম্মিলিত বিনিয়োগকারীর যোগ বিয়োগ টাকার প্রবাহ যেদিকে সাপোর্ট করবে বাজারের ইনডেক্স সেদিকেই যাবে।বাজার যখন পড়বে প্রাতিষ্টানিক সাপোর্ট ছাড়া সাধারন বিনিয়োগকারীর শক্তি নেই বাজারকে উঠানোর।আবার বাজার যখন উঠবে তখন প্রাতিষ্টানিক বা সম্মিলিত সেল প্রেসার ছাড়া সাধারন বিনিয়োগকারীর শক্তি নেই বাজারকে ডাউন করার।ঘূর্নি ঝড় ধমকা হাওয়া বা ঝড় বৃষ্টি যখন হয় তখন অগ্রিম আবাস বা পূর্বাবাস দিয়েই
হয়।আবার প্রচন্ড তাপ যখন হয় তখনও পূর্বাবাস দিয়েই হয়।আবহাওয়ার এই পূর্বাবাস সাধারন মানুষ চোখে দেখে না।আবহাওয়া বিদরা গ্রাফিক্স বা চার্ট এনালাইস করে আবহাওয়ার এই আগাম বার্তা আমাদেরকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেন।শেয়ার বাজারের ইনডেক্স তথা আইটেম গুলো যখন উত্তান পতন হয় তখন ইনডেক্সের বা নির্দিষ্ট শেয়ারের চার্টে পূর্বাবাস দিয়েই উত্তান পতন হয়।চার্টটা যারা বোঝে তারা আগাম বার্তা পেয়ে পরবর্তী করনীয়র প্রস্তুতি নেয় আর যারা চার্ট বোঝে না তাদের জন্য আপ ডাউন উভয় মার্কেটই সমান।বাজার পূর্বাবাস দেয়া আইন পরিপন্থী কিন্তু চার্টের রেফারেন্স দিয়ে এনালাইসিস দেয়া আপত্তির কিছু নেই।তবে সেটা হতে হবে চার্টের সঠিক ব্যাখ্যা বিশ্লেষন।চার্টের ভুল বিশ্লেষন করে বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করাও অপরাধ।তাই আমরা বিভিন্ন ভাবে দেশ বিদেশের ট্রেইনারদের ট্রেইনারদের থেকে প্রশিক্ষন নিয়ে আমাদের বাজার বিশ্লেষন পেজে প্রতিদিনের চার্টের চুল ছেরা বিশ্লেষন করে সঠিক এনালাইসিস তুলে ধরার চেষ্টা করছি।যেমন গত ৮ তারিখের বাজার বিশ্লেষনে “আজকের বাজার আগামির সম্ভাবনা” শিরোনামে পোষ্টে বলছিলাম বাজার এখান থেকেই ঘুরবে এবং ইনডেক্সে ৪৩৮০ এর উপরে ৪৪৩১ আরেকটি সাপোর্ট লেভেল তৈরী করবে।আজ ঠিকই ইনডেক্স ২৬.৭২ পয়েন্ট বৃদ্বি পেয়ে একটি স্ট্রং (বুল্লিশ) আপট্রেন্ড ক্যান্ডেল তৈরী করল পাশাপাশি ইনডেক্স ৪৪৩১ এ একটি নতুন সাপোর্ট লেভেল তৈরী করল যা পরিষ্কার চার্টে দেখা যাচ্ছে।শুধু তাই নয় আমরা যেসব আইটেমের চার্ট এনালাইসিস করেছি আজ সব কয়টাই টপটেন গেইনারে ছিল।এটা আমাদের প্রতিভার সাফল্য।আমি আগেও বলছি এখনও বলব অন্দ্বের মত বাই সেল না করে চার্টের পূর্বাবাস দেখে বাই সেল করুন দেখবেন ২ লাখ টাকা পুজির প্রফিট খেয়ে শেষ করতে পারবেন না।না বোঝে বিনিয়োগ করলে ৫০ লাখ টাকা পুজি দিয়েও আপনার এক টাকা লাভ হবে না বরং ঘুমালেও আপনি টাকা হারানোর বেদনায় চাপা হতাশায় ভুগবেন।আমাদের সাইটের ডেভলাপিং কাজ চলছে তাই পাঠকদের সাময়ীক সমস্যার জন্য আমরা দুঃখিত। যারা আমাদের এনালাইসিস টিটোরিয়াল ভিডিও নিয়েছেন কোনো অপশন না বোঝলে আমাদের জানাবেন আমরা ফোন করে বোঝিয়ে দিব। stockkamrul@gmail.com