শেয়ার বাজারের বিনিয়োগকারীরা খুব কঠিন সময় পার করছেন।ইনডেক্স সপ্তাহের চার কার্যদিবসের প্রতিদিনই বিনিয়োগকারীদের সাথে লুকুচুরী খেলছে। সাপ্তাহিক বাজার বিশ্লেষনে দেখা যায় সপ্তাহের চার কার্যদিবসের প্রতিদিনই ইনডেক্সে ব্যাপক অস্থিরতা বিরাজ করছিল।ইনডেক্স নিন্মমুখী থাকা অবস্থায় প্রায় প্রতিদিনই দিনের মাঝামাঝি সময়ে শক্তিশালী বুল্লিশ ক্যান্ডেল তৈরী করে টেকনিক্যালী ঊর্ধমুখীতার আভাস দিয়ে দিনের শেষ দিকে পতন ঘটিয়ে বিনিয়োগকারীদের বোকা বানায়।ইনডেক্সের এই লুকুচুরী খেলায় উত্তান বা পতনের মার্কেটের চেয়েও বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারন বিনিয়োগকারীরা।বাজার যখন ঊর্ধমুখীতার আভাস দেয় স্বাভাবিক ভাবেই প্রফিটের আশায় বিনিয়োগকারীদের কেউ নেটিং,কেউ এভারেজ আবার কেউ নিউ বাই দেয়।যদি ঊর্ধমুখীতা ২-৩ দিন স্থায়ী হয় তাহলে প্রফিট না হলেও অন্তত আসল নিয়ে ঘরে ফেরা যায়।এই ঊর্ধমুখীতা ২-৩ দিন স্থায়ী হওয়া দূরের কথা ২ ঘন্টাও স্থায়ী হতে দেখা যায়নি।শুধু ইনডেক্সই নয় ইনডেক্সের সাথে পাল্লা দিয়ে লিষ্টেড আইটেমও লুকুচুরী খেলে বিনিয়োগকারীদের বোকা বানাচ্ছে।আইটেম গুলো সাপোর্ট লেভেল থেকে স্ট্রং সাপোর্ট ঊর্ধমুখীতার আভাস দিয়ে আবার ক্রমেই নিন্মমুখী হচ্ছে! কোনো কোনো আইটেমের ক্ষেত্রে দেখা গেছে কারেকশন বা ডাউনট্রেন্ড শেষে বাই প্রেসারে ৩%-৪% বৃদ্বি পেয়ে আপট্রেন্ডে গেলেও পরদিনই মেচুরেড হওয়ার আগেই ডাবল ডাউন অর্থ্যাৎ ৬%-৭% দর হারিয়েছে।এমন পরিস্থিতিতে যারা বোঝে না তারাতো বটেই দক্ষ ট্রেডাররাও বাই দেয়ার সাথে সাথেই লসে পড়ে হতাশ হচ্ছেন।মার্কেট ঊর্ধমুখীতার আভাস দিয়ে দু একদিন স্থায়ী হলে প্রফিট না হলেও আসল নিয়ে ঘরে ফেরা যায়,পতনের আভাস দিলে স্টপ লস বা সেল দিয়ে পোর্টপোলিও নিরাপদ রাখা যায় কিন্তু প্রতি দিনই ঊর্ধমুখীতার আভাস দিয়ে যদি দর হারায় তাহালে দক্ষ ট্রেডার হলেও পুজি হারানো ছাড়া কিছুই করার থাকে না।তবে গত সপ্তাহের ডজি বা সিদ্বান্তহীন ক্যান্ডেলের এনালাইস এমন অস্থিরতারই আভাস দিচ্ছিল।যা গত ২১ তারিখে ” সিদ্বান্তহীন ক্যান্ডেল থেকে মার্কেট কোনদিকে যাচ্ছে ” শিরোনামে আমার টেকনিক্যাল এনালাইস তুলে ধরেছিলাম।আজকের বাজার বিস্লেষনে দেখা যায় ডিএসই ব্রড ইনডেক্স ওপেন হয় ৪৫৭৯.৫৩ সর্বোচ্চ উটে ৪৫৯০.৪৭ সর্বনিন্ম নামে ৪৫৬৩.২২ এবং দিনশেষে বেয়ারিশ ক্যান্ডেল তৈরী করে ক্লোজ হয় ৪৫৬৭.৫৭পয়েন্টে।মার্কেটের বর্তমান আরএসআই ৪২.৮৭ এবং নিকটবর্তী সাপোর্ট লেভেল ৪৫২০ পয়েন্টে।আরএসই বিশ্লেষনে দেখা যায় সাম্প্রতিককালে যতবারই মার্কেট দীর্ঘ পতনে গেছে ততবারই আরএসআই ২৯/৩০ লেভেল থেকে ঊর্ধমুখী ধারায় ঘুরে দাড়িয়েছে।অতএব টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল এনালাইসে ইনডেক্সের সাপোর্ট লেভেল ৪৫২০ এবং আরএসআই সাপোর্ট লেভেল ৩০।আজ শেষ কার্যদিবসের বেয়ারিশ ক্যান্ডেল মার্কেট সাপোর্ট লেভেল খুজছে বলেই ইঙ্গিত দিচ্ছে।