বাংলাদেশের শেয়ার বাজারের ক্ষেত্রে বছরের বেশীর ভাগ সময়েই দেখা যায় সপ্তাহের প্রথম দিন রবিবারে ইনডেক্স নেগেটিভ থাকে।কিন্তু আজকে বাজার ঊর্ধমুখী প্রবনতায় শুরু হয়ে সারাদিন ঊর্ধমুখীতাই বিরাজ করে।এটা বাজার বাজার ধারাবাহিকভাবে ঊর্ধমুখী হওয়ার পূর্বাবাস।অবশ্য গত পোষ্টে আমরা ইনডেক্স চার্টের মারবুজু ক্যান্ডেলের বিশ্লেষন করতে গিয়ে এমনটাই আভাস দিয়েছিলাম।বাজার ধারাবাহিক ভাবে ঊর্ধমুখী যাওয়ার পূর্ব লক্ষন হচ্ছে বুল্লিশ মারবুজু ক্যান্ডেল তৈরী করা।যা আমরা গত বৃহস্পতিবারে ইনডেক্সের চার্টে সেই কাংখিত ক্যান্ডেল দেখতে পেয়ে সাপ্তাহিক বাজার পূর্বাবাস দিয়েছি।চের্টের মারবুজু ক্যান্ডেলের সিগন্যাল সঠিক হওয়ায় টেকনিক্যাল চার্ট এনালাইসিসের প্রতি বিশ্বাস যোগ্যতা আরো বেড়ে গেল।এ জন্যই শেয়ার বাজারে সফলতার পূর্ব শর্ত হচ্ছে বাজার এবং আইটেম সম্পর্কে এনালাইসিস জানা।টেকনিক্যাল এনালাইসিস না জানলে আপনি বাই সিগন্যালের সময় সেল করে এবং সেল সিগন্যালের সময় বাই করে বিরাট ক্ষতিগ্রস্থ হবেন।অতএব শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে এনালাইসিসের কোনো বিকল্প নেই।এনালাইসিস শেখা কঠিন কোনো কাজ নয়।আমাদের টিউটোরিয়াল ভিডিও দেখে ঘরে বসেই ক্লাশ এইটের একজন ছাত্রো দক্ষ বিনিয়োগকারী হতে পারে।যাই হোক আজকের বাজার চিত্র একেবারেই স্বাভাবিক বাজার ছিল।আগের সপ্তাহে যে আইটেম গুলো বেড়েছে সেগুলোর অধিকাংশ কারেকশনে গিয়ে ক্রেতাদের কম মূল্যে কেনার সুযোগ করে দিছি।অপরদিকে যে শেয়ার গুলো বেশী পতন হয়েছিল সেগুলো কিছুটা ঊর্ধমুখী হয়ে লস রিকভারের সুযোগ দিয়েছে।এটা বাজারের খুবই ভাল লক্ষন।
আজকে যে আইটেম গুলো কিছুটা কারেকশন হয়েছে সেগুলোর মধ্যে যেগুলো আগামিকাল বাড়বে সেগুলো আরো বাড়তে পারে।আর যেগুলো আজকের কারেকশনের পর আগামিকালও কারেকশন হবে সে গুলো আরো পতন হতে পারে।বাজার ভাল খারাপের বিষয় নয় এটা স্টপ লস এবং রিটেইল স্টপ লসের একটা সূত্র। এই সূত্র না জানলে ভাল বাজারেও আপনার লস হতে পারে।আজকের চার্ট বিশ্লেষনেও দেখা যায় ডিএসই এক্স ইনডেক্স মারবুজু বুল্লিশ ক্যান্ডেল তৈরী করেছে। আজ রবিবার ইনডেক্স ওপেন হয় ৪৩০৬.৮ পয়েন্টে।এই ওপেনিং ইনডেক্সই আজকের দিনের সর্ব নিন্ম ইনডেক্স।বেলা বাড়ার সাথে সাথে ইনডেক্স বাড়তে থাকে। একপর্যায়ে ইনডেক্স দিনের সর্বোচ্চ ৪৩০৪১.২ পয়েন্টে উঠে এবং দিনশেষে ৩৩.২৭ পয়েন্ট বৃদ্বি পেয়ে ক্লোজ হয় ৪৩৪০.০৭ পয়েন্টে।ক্লোজ প্রাইস অনুযায়ী আজ দর বেড়েছে ১৫২ টি কমেছে ১৩৫ টি এবং অপরিবর্তীত রয়েছে ২৬ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।আজ বাজারে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি টাকা।ক্লোজিং শেষে বাজারের আরএসআই ৫০.৪৯ দেখা গেছে। ইনডেক্স বাড়লেও আগের দিনের চেয়ে লেনদেন কমে যাওয়ায় কিছুটা সন্দিহান।তবে হরতালের প্রভাবে হয়তঃ লেনদেন কমে থাকতে পারে। আমাদের পোষ্ট নিয়মিত পেতে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে এই লিংকে এখানেক্লিক করুন কিংবা নিন্মের ইমেইলে যোগাযোগ করতে পারেন। Email : sktips2016@gmail.com