ব্যবসা মানেই লাভ লস।তাই যেকোনো ব্যবসা করার আগে ওই ব্যবসা সম্পর্কে সঠিক ধারনা নেয়া জরুরী।পৃথিবীতে যত রকমের ব্যবসা আছে তার মধ্যে সবচেয়ে কঠিনতম ব্যবসা হচ্ছে শেয়ার ব্যবসা।অন্যান্য ব্যবসা প্র্যাকটিকেলি ৪-৫ মাস করলেই নিজের আয়ত্তে নিয়ে আসা যায় কিন্তু শেয়ার বাজারে যুগের পর যুগ বিনিয়োগ করেও ব্যবসা শেখা সম্ভব হয় না।কারন আবহাওয়ার যেমন প্রতি মুহুর্তে রং পাল্টায় শেয়ার বাজারেও প্রতি মুহুর্তে চিত্র পাল্টে যায়।এই জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে প্রচুর পরিমানে পড়া শুনা করে বাজার সম্পর্কে সম্যখ ধারনা নিতে হয়।বাজার এবং আইটেম সম্পর্কে ধারনা না নিয়ে লাভের আশা করা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়।শেয়ার ব্যবসা এমন এক স্পর্শকাতর ও ঝুকিপূর্ন ব্যবসা যেখানে যেকোনো একটা ভুল ট্রেডের কারনে আপনার পুজির অর্ধেক হারিয়ে যেতে পারে।শেয়ার বাজারে জানারও শেষ নেই লেখা পড়ারও বিকল্প নেই।তাই আমাদের পরামর্শ হল আপনারা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন বা বিনিয়োগ করবেন পুজি হারানোর আগে আমাদের দেশের যেকোনো ট্রেনিং সেন্টার থেকে ফান্ডামেন্টাল,টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এনালাইসের উপর প্রশিক্ষন নিয়ে দক্ষতা অর্জন করে বিনিয়োগ করুন নিশ্চিত আপনি সফল হবেনই।গুজবে,হুজুগে,ইমোশনাল হয়ে বা অন্যের কথায় আইটেম কিনে এই মার্কেটে সফলতা অর্জন করা যায় না।এখানে সফল হতে হলে প্রশিক্ষন + দক্ষতা + বিনিয়োগ = সফলতা এই সূত্রের উপর নির্ভর করে বিনিয়োগের প্রস্তুতি নিতে হবে।শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন তাদের অধিকাংশই চাকুরিজীবী বা অন্যান্য পেশাজীবী হওয়ার কারনে ট্রেনিং সেন্টারে গিয়ে প্রশিক্ষন নেয়া সম্ভব হচ্ছে না! তাদের জন্য পরামর্শ হচ্ছে – এই ডিজিটাল যোগে টেকনিক্যাল,ফান্ডামেন্টাল,সেন্টিমেন্টাল এনালাইস শিখতে ট্রেনিং সেন্টারে যাওয়া লাগে না।এনালাইসিস ট্রেনিং এখন আপনার হাতের মুঠোয়।বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনার মোবাইলে/স্মার্ট ফোনে বসেই আপনি ট্রেনিং সেন্টারের লেসন/ক্লাশের ভিডিও দেখেই আপনি টেকনিক্যাল,ফান্ডামেন্টাল,সেন্টিমেন্টাল,স্টপলস,সাপোর্ট,রেজিস্টেন্স,ব্রেক আউঅট,রিভার্সেল,এভারেজ,বুল্লিশ,বেয়ারিশ,গ্রোথ,ডিগ্রোথ,আরএসআই,এমএফআই সহ শেয়ার বাজার সম্পর্কিত সব ধরনের এনালাইস ও টিপসের ভিডিও ক্লিপ গুলো সংগ্রহ করে আপনারা ঘরে বসেই শেয়ার বাজার সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করে বিশাল প্রফিট করতে পারেন।অন্যের প্ররোচনায় বিনিয়োগ থেকে বিরত থাকুন,নিজে দক্ষতা অর্জন করে আত্বনির্বর্শীল বিনিয়োগ করে নিজের পোর্টপোলিওকে সুরক্ষিত রাখুন।ভিডিও ক্লিপ সংগ্রহ করতে না পারলে আমাদের সহযোগীতা নিতে পারেন।আমাদের কাছে বাংলাদেশ ছাড়াও এশিয়া,ইউরোপ ও আমেরিকার নামী দামী ট্রেইনারদের প্রশিক্ষনের বাংলা,ইংরেজি ও হিন্দি ভার্সনের ভিডিও ক্লিপ রয়েছে।আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভিডিও নিয়েও টেকনিক্যাল,ফান্ডামেন্টাল,সেন্টিমেন্টাল এনালাইস সহ শেয়ার বাজার সম্পর্কিত সব ধরনের টিপস ঘরে বসেই শিখতে পারেন।তবুও অন্যের আইটেম থেকে দূরে থাকুন নিজের পোর্টপোলিও সুরক্ষিত রাখুন।আমাদের সাথে যোগাযোগ করতে ইমেইল করতে পারেন এই ঠিকানায়। stockkamrul@gmail.com